Today Bangladesh Best News

 Today Bangladesh Best News

পরীমনির বিরুদ্ধে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে কী আছে




ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে নিয়ম উপেক্ষা করে তিন লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেটা না পেয়ে তিনি ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের মাথায় ও বুকে আঘাত করেন। তিনি ক্লাবের পানশালার ভেতরেও ভাঙচুর চালান।

পরীমনির বিরুদ্ধে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে। পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী ওরফে জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে পরীমনির সঙ্গী ফাতেমা তুজ জান্নাত ওরফে বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

এখনই সর্বশেষ গেম অ্যাক্সেস করুন!

শুরু করতে এখনই আপনার মোবাইল নম্বর লিখুন।
 (BD) Bangladesh
 
 
 Android Pin-Submit
Payout: $0.14
Date Added: Mar 12, 2024  


পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ।

তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, পরীমনি ২০২১ সালের ৮ জুন রাতে বোট ক্লাবে বাদী নাসির উদ্দিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। ক্লাবের নিয়ম উপেক্ষা করে তিনি বিনা পয়সায় তিন লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন। সেটা না পেয়ে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। পরীমনি ইচ্ছা করেই নাসির উদ্দিনকে লক্ষ্য করে অ্যাসট্রে (ছাইদানি) ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিনের ডান কানের ওপরে মাথায় আঘাত লাগে। এতে মাথায় জখমের সৃষ্টি হয়। পরীমনির ছোড়া ভাঙা কাচের টুকরা নাসির উদ্দিনের বুকে লেগে বুকে জখম হয়। পরীমনি ক্লাবের পানশালার ভেতরে কাচের গ্লাস, বোতল ও ছাইদানি ছুড়ে ভাঙচুর চালান।

1.***বাংলাদেশ চা বোর্ডে চাকরি, পদ ৪৮

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৫: ০০ See more........




বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিটে (পিডিইউ) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে নয় ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সার্ভেয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি পাসসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

    • ২. পদের নাম: স্টোর কিপার
      পদসংখ্যা:
      যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি, মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে।
      কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    • ৩. পদের নাম: হিসাব সহকারী
      পদসংখ্যা:
      যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
      কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ২২
    যোগ্যতা: এইচএসসি পাস। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ১৫ ও ২০ শব্দ থাকতে হবে।
    কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম; বিটিআরআই ও পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৫. পদের নাম: গাড়িচালক
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী/মধ্যম/হালকা ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৬. পদের নাম: প্লাম্বার
    পদসংখ্যা:
    যোগ্যতা: প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৭. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ১১
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    • ৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী
      পদসংখ্যা:
      যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
      কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
      বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    • ৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
      পদসংখ্যা:
      যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
      কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
      বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    বয়সসীমা

    ১৯ মে ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
    ১ থেকে ৬ নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, কিশোরগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাদপুর, ফেনী, লক্ষীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, সিলেট এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন

    পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি, মূল বেতনের সঙ্গে আছে নানা ভাতা  

    পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি, মূল বেতনের সঙ্গে আছে নানা ভাতা

    ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষীপুর, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভোলা এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের চা বোর্ডের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। আবেদনপত্রের খামের ওপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

    আরও পড়ুন

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৩০১৭

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৩০১৭

    আবেদন ফি
    সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০।

    আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪।



****৫ লাখ টাকার বিনিময়ে সালমানের বাসায় দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ





বলিউড সুপারস্টার সালমান খানের বাসার বাইরে গুলিবর্ষণের ঘটনার পর মুম্বাই পুলিশের রাতের ঘুম চলে গেছে। পুলিশ উঠেপড়ে লেগেছে এ মামলার তদন্তের কিনারা করতে। প্রতিদিন এই ঘটনা ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর ক্রাইম ব্রাঞ্চের হাতে আরও অনেক তথ্য এসেছে।
গত রোববার ভোর পাঁচটা নাগাদ সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলিবর্ষণ করেছিলেন। তাঁরা মোটরসাইকেলে করে এসে এই হামলা করেছিলেন। অনেক নাটকীয়তার পর অবশেষে সোমবার মাঝরাতে পুলিশের জালে ধরা পড়েন দুই অভিযুক্ত বিক্কি এবং সাগর। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা তাদের গুজরাটের কচ্চের ভূজের এক প্রসিদ্ধ মন্দির থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সাতসকালে তাঁদের মুম্বাইতে আনার পর আদালতে পেশ করা হয়। আদালত বিক্কি আর সাগরকে ১০ দিন রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন।

এখন ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী কর্মকর্তাদের ক্রমাগত জেরার মুখে পড়তে হচ্ছে দুই অভিযুক্তকে। পুলিশি জেরায় অনেক চমকপ্রদ তথ্য মিলছে। বিক্কি আর সাগর জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, চার নয়, তাঁদের ১০ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই কাজে তাঁরা সফলতা পেলে ভালো পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। আর বলা হয়েছিল, তাঁরা রাতারাতি বিখ্যাত হয়ে উঠবেন। এ হামলার জন্য বিক্কি আর সাগরকে বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকায় চুক্তি করা হয়। অগ্রিম হিসেবে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। হামলার পর তাঁদের আরও চার লাখ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গুলিবর্ষণের এ ঘটনার সাক্ষী হিসেবে খুব শিগগির পুলিশ সালমানের বয়ান নেবে বলে জানা গেছে।

বিক্কি আর সাগর পুলিশকে জানিয়েছেন, জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই তাঁদের এ কাজের জন্য নিযুক্ত করেছিলেন। আনমোল চেয়েছিলেন ১৯৯৮ সালে যোধপুরের কাছে মথানিয়ার বাবড়ে কৃষ্ণকায় হরিণ শিকারের জন্য সালমানকে উপযুক্ত শাস্তি দিতে। দুই অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, সালমানকে শুধু ভয় দেখানোর কথা তাঁদের বলা হয়েছিল। এই অভিনেতাকে হত্যার নির্দেশ তাঁদের দেওয়া হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্কি দশম এবং সাগর চতুর্থ শ্রেণি উত্তীর্ণ। এই দুই হামলাকারী পুলিশকে জানিয়েছেন ২৪ ফেব্রুয়ারি তাঁরা মুম্বাইতে আস্তানা গাড়েন। তাঁরা সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়া পানভেলের ফার্ম হাউসও রেকি করেছিলেন। পানভেলে একটি কক্ষ তাঁরা ভাড়া নিয়েছিলেন। বিক্কি আর সাগর হোলি খেলতে নিজেদের গ্রামে গিয়েছিলেন। আবার ১ এপ্রিল তাঁরা পানভেলে ফিরে এসেছিলেন।


***পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দী করেছে: রিজভী







পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কারামুক্ত নেতা-কর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব।’ তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, এ রকম কথা বলতে একটুও লজ্জা করল না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ংকরতম সাম্প্রদায়িক শক্তি এখন পাশের দেশের রাষ্ট্র পরিচালনা করছে।...একমাত্র তারা (ভারত) আপনাদের (সরকার) সমর্থন জানিয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তাদের (ভারত) একজন কূটনীতিক বলেছেন যে ইন্ডিয়ার চাপে...ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন, পালিয়ে গেছেন। এ রকম একটা শব্দ ব্যবহার করেছেন। এত বড় সাম্প্রদায়িক শক্তি—যারা ভারতের রাষ্ট্রক্ষমতায়, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব। আর আপনারা এখন বলছেন, সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনারা দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি, আপনারা শুধু পাশের দেশকে খুশি করার জন্যই কথা বলেন। এ জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন দেন না, এ জন্য মতপ্রকাশের স্বাধীনতা দেন না, এ জন্য জনগণের সব নাগরিক অধিকার আপনারা কুক্ষিগত করেছেন।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘আজ দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবকিছু আপনাদের (আওয়ামী লীগ) হাতের মুঠোয়। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। শুধু বিএনপি নয়, সব গণতন্ত্রকামী জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধু পাশের দেশের সহায়তা নিয়ে।’

‘ইসরায়েলের সঙ্গে তলেতলে সম্পর্ক’

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, ইসরায়েলের নির্বিচার হামলার কথা বলে এই সরকার খুব মায়াকান্না করছে। তিনি দাবি করেন, আসলে ইসরায়েলের সঙ্গে এই সরকারের তলেতলে সম্পর্ক রয়েছে।

এ প্রসঙ্গে রিজভী ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ইসরায়েলি বিমান অবতরণের রহস্য কী, সে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ (রেকর্ড) করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। আর মায়াকান্না দেখাচ্ছেন (ফিলিস্তিনিদের জন্য)...এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা।’ তিনি বলেন, ‘(সরকার) মুখে বলছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু তলেতলে ঠিকই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরের সদস্যসচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার, এ বি এম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, মো. ইউসুফ বক্তব্য দেন।


***গরিব-দুস্থদের শাড়ি দুই বন্ধুর কাছে, সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন




গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি পেয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী। কিন্তু দুই বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য সায়েদুল হকের ফেসবুক আইডি থেকে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৭ মার্চ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০০টি শাড়ি, ৪৮টি থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ দেওয়া হয় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে। এ বরাদ্দের একটি করে শাড়ি পেয়েছেন চুনারুঘাট উপজেলার গাদি শাইল গ্রামের প্রাণিচিকিৎসক আব্দুল মুকিতের স্ত্রী ও গেরারুক গ্রামের মো. সানু আহমেদের স্ত্রী। আব্দুল ও সানু দুজনই সংসদ সদস্য সায়েদুল হকের বন্ধু হিসেবে পরিচিত।

এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গত ২০ বছর আমার আসনের কোনো সংসদ সদস্য তা প্রকাশ করেননি। এবার প্রথম আমি এই তালিকা জনগণের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করি। প্রধানমন্ত্রীর এ উপহার আমার দুই উপজেলায় বিতরণের জন্য যাঁদের দায়িত্ব দিই, তাঁদের একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। তিনি তাঁর এক বন্ধুর স্ত্রীকে এ শাড়ি বিলি করেন। আবার তাঁরাই একই শাড়ি অন্যজনকে দিয়ে ফেসবুকে এ প্রচারণা করেন। প্রকৃত বিষয় হচ্ছে, একটা পক্ষ আছে, যাঁরা আমার ত্রুটি খুঁজে বেড়ায়। এ পক্ষই এখন এ শাড়ি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

আব্দুল মুকিত গতকাল বুধবার রাতে তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ঈদের আগের রাত ১২টার সময় তাঁর বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন। বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি। তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাঁদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য—এমন একজন অসহায় নারীকে দান করে দেন।

একই দিন সানু আহমেদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘ব্যারিস্টার সুমনের দেওয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ির বাজারমূল্য ২৮০ টাকা।...আমার বউ এসব শাড়ি পরে না। আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেব।’

ফেসবুকে দুজনের এমন পোস্টে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন। আলী আক্কাস রোমন নামের একজন মন্তব্য করেন, ‘সরকারি শাড়ি নিজের মানুষ মনে করে দিয়েছেন সুমন ভাই। অন্যভাবে নিয়েন না।’ শফিকুর রহমান সাপু নামেন একজন লেখেন, ‘শুরুতেই এ অবস্থা, না জানি ৫ বছরে কী হবে।’











































































































Comments

Popular posts from this blog

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড