নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড See more ........ https://shorturl.at/mzDT0 নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক যুব্ককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক। দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে টনি (৩৫) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নিয়ামতপুর উপজেলার ধানসা গ্রামের আবু কালামের মেয়ে তুকাজ্জেবার (২৪) সঙ্গে সালাউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সালাউদ্দিন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালের ২৯ জুন তুকাজ্জেবা স্বামী সালাউদ্দিনকে নিয়ে বাবার বাড়ি নিয়ামতপুরের ধানসা গ্রামে বেড়াতে আসেন। পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি থাকা অবস্থায় ১ জুলাই সালাউদ্দিন তার স্ত্রী তুকাজ্জেবার গলায় কাঁচি দিয়ে জখম করেন। পরে দরজা ভেঙে তুকাজ্জেবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোকজন সালাউদ্দিনকে প...