নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

 

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড See more........https://shorturl.at/mzDT0








নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক যুব্ককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক।

দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে টনি (৩৫) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নিয়ামতপুর উপজেলার ধানসা গ্রামের আবু কালামের মেয়ে তুকাজ্জেবার (২৪) সঙ্গে সালাউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সালাউদ্দিন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালের ২৯ জুন তুকাজ্জেবা স্বামী সালাউদ্দিনকে নিয়ে বাবার বাড়ি নিয়ামতপুরের ধানসা গ্রামে বেড়াতে আসেন।






পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি থাকা অবস্থায় ১ জুলাই সালাউদ্দিন তার স্ত্রী তুকাজ্জেবার গলায় কাঁচি দিয়ে জখম করেন। পরে দরজা ভেঙে তুকাজ্জেবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোকজন সালাউদ্দিনকে পুলিশে তুলে দেয়।

এ ঘটনায় তুকাজ্জেবার বাবা আবু কালাম বাদী হয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ২২ জুন আদালতে সালাউদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর মধ্যে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

পিপি আব্দুল খালেক বলেন, বিচারক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

আসামি পক্ষের আইনজীবী আতিকুর রহমান বলেন, “শুধু জবানবন্দির ওপর এ রায় হয়েছে। আমরা আপিল করব।”


নির্বাচনি সহিংসতার মামলায় কুমিল্লার যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে ফের কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে তারা আবেদন করলে কুমিল্লা দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান জামিন নামঞ্জুর করে তাদের আবার কারাগারে পাঠানো নির্দেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী মো. আলী আক্কাস জানান।

কারাগারে যাওয়ারা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান।

আসামিপক্ষের আইনজীবী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনি সহিংসতার একটি মামলায় তাদের কারাগারে পাঠিয়েছিল আদালত।

“সোমবার তারা হাজিরা দিতে এসেছিলেন। আমরা তাদের জামিন চেয়েছি। কিন্তু আদালত জামিন আবেদন মঞ্জুর করেননি। পরে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।” 

এদিকে তাদের দেখতে আদালত প্রাঙ্গণে যান কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

এ সময় তিনি বলেন, “ভোট চুরি করে ক্ষমতায় বসা সরকার মানুষের কণ্ঠরোধ করতে মামলা দিয়ে যাচ্ছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। কুমিল্লার উদীয়মান কয়েকজন ছাত্রদল ও যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

“তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই। বিএনপি দেশের জনগণের আশার আলো। কিন্তু এভাবে এক যুগের বেশি সময় ধরে মামলা মোকদ্দমা করে বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা চালানো হচ্ছে।”


বলিউড তারকাদের ভুয়া ভিডিও: ভারতের নির্বাচনে এআই নিয়ে উদ্বেগ:










Comments

Popular posts from this blog

Today Bangladesh Best News